সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫
Homeবান্দরবানথানচিমদক সীমান্তে ভয়াবহ অগ্নিকন্ডে দুই পরিবার নিস্বঃ 

মদক সীমান্তে ভয়াবহ অগ্নিকন্ডে দুই পরিবার নিস্বঃ 

নিজস্ব প্রতিবেদক থানচি।।

বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত ঘেঁষায় বড় মদক এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের সহায় সম্বল সব হাড়িয়ে নিস্ব: হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

 উপজেলার ১ নং রেমাক্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড় মদক এলাকার এক ভয়াবহ অগ্নিকান্ডে দুই ত্রিপুরা পরিবার নিস্ব: হলো। সোমবার ১০ ফেব্রুয়ারী  দুপুরে  ভাত রান্নাকরার সময় চুলা আগুন থেকে আগুনের সূত্রপাঠ হয়ে  শ্রীমোহন ত্রিপুরা পাড়ায়

জনবাহাদুর ত্রিপুরা  ৩০, লাল বাহাদুর ত্রিপুরা ৩৫  দুই পরিবারের সহায় সম্বল সব পুড়িয়ে নিস্ব: হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি এ তথ্য নিশ্চিত করেন জানান, ঘরের থাকার ধান,নগদ টাকা, ভোটার আইডি কার্ড,জন্মনিবন্ধন কার্ড, কাপর চোপর,বইসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মূল্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: