
নিজস্ব প্রতিবেদক থানচি।।
বান্দরবানের থানচি উপজেলার মায়ানমার সীমান্ত ঘেঁষায় বড় মদক এলাকার ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের সহায় সম্বল সব হাড়িয়ে নিস্ব: হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
উপজেলার ১ নং রেমাক্রী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বড় মদক এলাকার এক ভয়াবহ অগ্নিকান্ডে দুই ত্রিপুরা পরিবার নিস্ব: হলো। সোমবার ১০ ফেব্রুয়ারী দুপুরে ভাত রান্নাকরার সময় চুলা আগুন থেকে আগুনের সূত্রপাঠ হয়ে শ্রীমোহন ত্রিপুরা পাড়ায়
জনবাহাদুর ত্রিপুরা ৩০, লাল বাহাদুর ত্রিপুরা ৩৫ দুই পরিবারের সহায় সম্বল সব পুড়িয়ে নিস্ব: হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা রনি এ তথ্য নিশ্চিত করেন জানান, ঘরের থাকার ধান,নগদ টাকা, ভোটার আইডি কার্ড,জন্মনিবন্ধন কার্ড, কাপর চোপর,বইসহ প্রায় ৬ লক্ষাধিক টাকার মূল্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।