
ডেক্স রিপোর্ট:
বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত চান্দা হেডম্যান পাড়া ও চান্দা পুনর্বাসন পাড়ার মাঝে অবস্থিত একটি পুরাতন ব্রীজ এখন চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটিতে রেলিং না থাকায় প্রতিদিন শতাধিক মানুষ,শিক্ষার্থী এবং শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
সরেজমিনে গত বুধবার-১৫(অক্টোবর)সকালে গিয়ে দেখা যায়,ব্রীজটির দুপাশে কোনো রেলিং নেই। কাঠামোও অনেক পুরোনো ও ক্ষতিগ্রস্ত।
স্থানীয় বাসিন্দারা জানান,দীর্ঘদিন ধরে ব্রিজটি সংস্কারের দাবি জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি।
বিশেষ করে স্কুলগামী শিশু ও শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক। হালকা বৃষ্টিতেই ব্রীজটি পিচ্ছিল হয়ে পড়ে,ফলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। স্থানীয়রা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রতিদিন আমাদের বাচ্চারা এই ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে স্কুলে যায়। আমরা সবসময় আতঙ্কে থাকি, কখন কী হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ এবং ব্রিজটির দ্রুত সংস্কার ও রেলিং নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।