বৈষম্য বিরোধী আন্দোলনে আহত হওয়া ছাত্ররা পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বিজিবি

0
5

আরাফাত হোসেন বেলাল।। লংগদু।।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সেক্টর কমান্ডার, বিজিবি রাঙ্গামাটি সেক্টর, রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার আন্দোলনে আহত লংগদু সরকারী মডেল কলেজ এর দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ আমান উল্লাহকে চিকিৎসার জন্য নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা এবং বিকল্প কর্মসংস্থান হিসেবে আয় রোজগারের জন্য ০১ টি দোকানের চাবি প্রদান করেন।

এ সময় লংগদু থানা পুলিশসহ স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, হেডম্যান-কারবারী ও বিভিন্ন গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আহত শিক্ষার্থী গত ০৫ আগস্ট ২০২৪ তারিখ চট্টগ্রামের কোতয়ালী থানার মোড়ে ছোড়া গুলিতে মাথা, শরীর ও চোখে আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয়। বর্তমানে সে চোখে স্পস্ট দেখতে পারেনা এবং মানবেতর জীবন যাপন করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here