বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নির্বাহী অফিসার মো.তানভীর হোসেন

0
35

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।। 

বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো.তানভীর হোসেন।

বুধবার ( ৫ মার্চ) সকাল ১১ টায় নিজ কার্যালয়ে উপজেলা কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি মত বিনিময় করেন। মত বিনিময়কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অসীম চাকমা।

উল্লেখ্য, সম্প্রতি উপজেলায় পদার্পনে উপজেলা নির্বাহী অফিসারকে স্বাগত জানানো হয়। প্রথমে স্বাগত জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা ভা: প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া এবং উপজেলা পরিষদের কম্পিউটার অপারেটর সত্য কিশোর চাকমা। এছাড়াও যোগদানের পর থেকে জনপ্রতিনিধি, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্বাগত জানান এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here