বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
Homeরাঙামাটিবিলাইছড়িবিলাইছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

বিলাইছড়িতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:

রাঙ্গামাটির বিলাইছড়ি  উপজেলায় মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। বুধবার ৩ রা  নভেম্বর  সকাল সাড়ে ১০টা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে ব্যানার নিয়ে অবস্থান ধর্মঘট করেন তারা।

কর্মবিরতির সময় দেখা গেছে , একজন মেডিক্যাল অফিসার চিকিৎসা প্রদান করলেও রোগীরা পরীক্ষাসেবা ও ঔষধ পেতে ভোগান্তিতে পড়েন। কর্মসূচিতে অংশ নেওয়া টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা জানান, স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক; যেখানে রোগ নির্ণয়, পরীক্ষা-নিরীক্ষা, নমুনা সংগ্রহ, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি থেকে শুরু করে ঔষধ সংরক্ষণ ও বিতরণ পর্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা। মহামারীসহ বিভিন্ন সংকট মোকাবিলায়ও এই পেশাজীবীরা নিয়মিত দায়িত্ব পালন করে যাচ্ছেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণী) এখনো বাস্তবায়ন হয়নি। ১৯৮৯ সালের পর থেকে বিভিন্ন দফতরে দাবি জানানো হলেও তা উপেক্ষিত রয়ে গেছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট মোঃ ইউনুস , ফার্মাসিস্ট পুলক চাকমা, স্যানিটারী ইনস্পেক্টর( এসআই) মোঃ গোলাম মোস্তফা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

error: