বিলাইছড়িতে মুগ্ধতা ছড়াচ্ছে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া

0
83

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

পৃথিবীর সবচেয়ে সুন্দর গ্রীষ্মমণ্ডলীয় গাছের মধ্যে অন্যতম হলো কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ খুবই  আকর্ষণীয়। গ্রীষ্মকালের সবচেয়ে দুর্দান্ত গাছের মধ্যে কৃষ্ণচূড়া অন্যতম এই ফুলগাছ।  কৃষ্ণচূড়া ফুল তার সৌন্দর্যের বার্তা জানান দেয় যখন প্রকৃতি প্রখর উত্তাপ ছড়ায়। আপন মহিমায় নিজেকে মেলে ধরে প্রকৃতিতে। তখন যে কারো মন-প্রাণ আর চোখে এনে দেয় মুগ্ধতা। সেই সাথে রাধাচূড়া ফুল থাকলেতো কথাই নেই।

বৃক্ষ জাতীয় উদ্ভিদ কৃষ্ণচূড়া। এর বৈজ্ঞানিক নাম ডেলোনিক্স রেজিয়া। এটি ফ্যাবেসি পরিবারভুক্ত এই কৃষ্ণচূড়া ও রাধাচূড়া । এই গাছ আগুনলাল ফুলের জন্য বিখ্যাত। বাংলাদেশ,চীন আফ্রিকা, হংকং,ভারত, তাইওয়ান, ফ্লোরিডা, ক্যারাবিয়ান অঞ্চল ও টেক্সাসের রিও গ্রান্ড উপত্যকাসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাওয়া যায়।বিলাইছড়ি উপজেলার ইউএনও ও উপজেলা পরিষদ বাসভবনে সামনে থেকে  ব্রীজে পর্যন্ত  এবং ধূপ্যাচর এলাকায়   লাল ফুলে ভরা কৃষ্ণচূড়ার গাছগুলো মাথা উঁচু করে দাড়িয়ে আছে। মাঝখানে রয়েছে সৌন্দর্য উপভোগ করার মতো একটি ব্রীজ। পথচারিরা এ দৃশ্য দেখে থমকে দাড়ান। উপভোগ করেন কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার অপরুপ সৌন্দর্য।  প্রকৃতির এই দৃষ্টিনন্দন ও নান্দনিক সৌন্দর্য মন-প্রাণে কিছুক্ষনের জন্য  হলেও  এনে দেয় প্রশান্তি।এছাড়াও রয়েছে নানা ফুলের সমাহার।

 দুর থেকে দেখা যায় এ গাছগুলোতে ফুটে আছে লাল ফুলে সেজেছে নতুন করে, আপন মনে ডাকছে। এবং বলছে দেখেছো আমাকে কতো সুন্দর লাগছে ? এ এক অপরুপ দৃশ্য !  এ পথে পথচারি, পর্যটক-দর্শনার্থী, প্রকৃতিপ্রেমীরা ফুলে ফুলে ভরা এসব দৃশ্য দেখে হন মুগ্ধ। কেউ কেউ এখানে থেমে যান। ব্যস্ত হয়ে পড়েন ছবি তুলতে। তাছাড়াও সেখান থেকে উপভোগ করা যায় উপজেলার  অন্যান্য প্রকৃতির দৃশ্যও। সূর্যদয় ও সূর্যাস্ত পর্যন্ত।

সরজমিন ঘুরে দেখা যায়, উপজেলা পরিষদ এলাকায়  কৃষ্ণচূড়া গাছে রক্তলাল ফুল ফুটে আছে। গাছে গাছে ফুটে থাকা রক্তিম লাল ফুলগুলো সৃষ্টি করেছে এক বৈচিত্র্যময় পরিবেশ।প্রতি বছর গ্রীষ্মের শুরুতে পথে-প্রান্তরে এমন মুগ্ধতা ছড়ায় কৃষ্ণচূড়া ফুল।বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শোভাবর্ধনে কৃষ্ণচূড়া গাছ অতুলনীয়। তাই সৌন্দর্য্যর পাশাপাশি মানুষ ও প্রকৃতির স্বার্থেই বেশি করে কৃষ্ণচূড়া গাছ লাগানোর আহ্বান জানান প্রকৃতিপ্রেমীরা।

শোভা বর্ধনকারী এ বৃক্ষগুলো দেশের গ্রামীণ জনপদের পাশাপাশি শহরের মানুষের কাছেও সমান গুরুত্ব বহন করে। প্রতিদিনই কৃষ্ণচুড়া গাছের কাছে ছুটে আসেন অসংখ্য মানুষ। এমন সৌন্দর্য দেখতে কেউ ভুল করেন না। সেলফি ও ভিডিও করে অনেকে পোস্ট করেন। আসুন সৌন্দর্য ও শোভা বর্ধনে এই গাছকে রোপন ও যত্ন করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here