
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি সদর ও কেংড়াছড়ি ইউনিয়নে ভিডব্লিউবি (VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ) সকালে ইউনিয়ন পরিষদ এর সহযোগিতায় গোডাউন প্রাঙ্গণ এলাকা হতে এইসব চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও রামাচরন মার্মা (রাসেল)। এছাড়াও ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা অনুপ বড়ুয়াসহ নিজ নিজ এলাকার ওয়ার্ড মেম্বারগণ।
জানা গেছে বিলাইছড়ি ইউনিয়নে ৬২৫ জন এবং কেংড়াছড়ি ইউনিয়নে ৫৫৯ জনকে দেওয়া হয়েছে। তবে দেওয়া হয়নি কেংড়াছড়ি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ৬৬ জন মহিলা বা নারীদের। জানা গেছে তালিকা নিয়ে নানা অভিযোগ থাকার কারণে স্থগিত রাখা হয়েছে।

                                    