মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedবিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটির বিলাইছড়িতে ত্রি-স্মৃতি বিজরিত “বুদ্ধ পূর্ণিমা” উদযাপন উপলক্ষে মঙ্গল শোভা যাত্রা, বুদ্ধপূজা, সংঘদান,কেক কাটা এবং ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার ( ১০ মে ) সকালে বিলাইছড়ি বাজার সার্বজনীন বৌদ্ধ বিহার এলাকা হতে  দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে এসে শোভা যাত্রাটি  শেষ করে। উদযাপন কমিটির আয়োজনে, উপজেলা প্রশাসন ও বিভিন্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি এবং  ধর্মপ্রাণ ব্যক্তির সার্বিক সহযোগিতায় এই ব্যাপক আয়োজন করা হয়। এতে  প্রায় ২৫ টি বৌদ্ধ বিহারের দায়ক- দায়িকা এবং ভিক্ষু সংঘ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা  ও ধর্মীয় সভায় উপস্থিত ছিলেন পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি উপজেলা শাখার সভাপতি আয্যলঙ্কার মহাথের,বিপুল জ্যোতি ভিক্ষু, উদযাপন কমিটির আহ্বায়ক শাক্য প্রিয় ভিক্ষু এবং  তেজবর্ণ ভিক্ষুসহ অন্যান্য ভিক্ষু সংঘ। দায়কের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, সাংবাদিক অসীম চাকমা, সাবেক উপজেলা  ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা, উৎপলা চাকমা,মহিলা মেম্বার রিতা চাকমা,বালাকা রানী চাকমা,  মেম্বার দয়ারঞ্জণ চাকমা, বাবু লাল তঞ্চঙ্গ্যা, হেডম্যান বিমলী চাকমা,সইনু মার্মা, সাথোয়াই মার্মা,অরুন বিকাশ চাকমা, বিভূতি চাকমা, বিভূতি ভুষন চাকমা,  উৎপল মার্মা,উষামং মার্মা,ধনমুনি চাকমা, চন্দ্র দেবী তঞ্চঙ্গ্যা,সুমতি বালা চাকমা, স্নেহ বালা চাকমা,  আরতি চাকমাসহ হাজারো পূর্ণ্যর্থী উপস্থিত থেকে অংশগ্রহণ করেন। পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তার মধ্যে এই মঙ্গল শোভা এবং ধর্মীয় সভা শেষ হয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: