বিলাইছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা

0
51

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ই এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বস্তরের জনগণের উপস্থিতিতে শোভাযাত্রা,আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা এবং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসিন সুলতানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাথোয়াই মার্মা, উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আবেলী পাংখোয়া, উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক থুইপ্রু মার্মা, মহিলা মেম্বার রিতা চাকমা, ওয়ার্ড মেম্বার মো: ওমর ফারুক, শিক্ষক পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার কিছু দপ্তরের কর্মকর্তা- কর্মচারী এবং রেডক্রিসেন্টের সদস্যরা। শিল্পকলা একাডেমির শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় মধ্যে দিয়ে অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here