
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে ভিডব্লিউবি ( VWB) মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার (১৮জুন ) দুপুরে উপজেলা গোডাউন প্রাঙ্গণ হতে এইসব চাউল বিতরণ করা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজেই উপস্থিত থেকে এইসব চাউল বিতরণ করেন ।
এছাড়াও ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুবেল বড়ুয়া, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা, মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা, মনিলতা তঞ্চঙ্গ্যা,সুমিতা দেবী তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা,শান্তি কুমার তঞ্চঙ্গ্যা,যতীন তঞ্চঙ্গ্যা,সুবানন্দ তঞ্চঙ্গ্যা,সিদ্ধার্থ চাকমা,মালসম পাংখোয়া উপস্থিত ছিলেন।
এতে মোট ৬০০ পরিবারে মধ্যে সব মাসের সব চাউল একবারেই বিতরণ করা হয়।