বিলাইছড়িতে  পুষ্টি সপ্তাহ পালিত

0
65

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

“শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন” প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে  পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ মে) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে – এর  বাস্তবায়নে  স্বাস্থ্য কমপ্লেক্স  থেকে র‍্যালী শুরু করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে  আলোচনা সভায় উপস্থিত ছিলেন  পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।

স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুরজিত দত্ত।এ সময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো:ওমর ফারুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, ব্রাক স্বাস্থ্য বিভাগের সিনিয়র প্রোগ্রাম অফিসার  বীরেশ চাকমা, বেসরকারি উন্নয়ন সংস্থা   হিলফ্লাওয়ার এনজিও’র  প্যারামেডিক চিনু মার্মা প্রমূখ। সঞ্চালনায় স্বাস্থ্য পরিদর্শক উষাথুই মার্মা।

বক্তারা  পুষ্টিকর খাদ্য গ্রহণের গুরুত্ব ও প্রয়োজনীয় কথা তুলে ধরেন।সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  জানান, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যার মধ্যে রয়েছে জনসচেতনতামূলক সভা, পুষ্টি বিষয়ক পোস্টার প্রদর্শনী যা ২৮ মে থেকে ০৩ জুন ৭ দিন ব্যাপী চলমান থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here