বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার সংস্থা হতে খাদ্য সামগ্রী বিতরণ

0
9

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার শিশু সদন সংস্থা পক্ষ হতে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার ( ৪ এপ্রিল) ২০২৫ ইং পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা এর উদ্যোগে বিকাল ৩টা দিকে পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থার কার্যালয়ে ১০০জন গরীব ও অসহায় পরিবারের মাঝে এইসব খাদ্যসামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার আইএনসির সভাপতি শ্রদ্ধেয় জিয়েন জং সি ভান্তে এবং পালবার লিং সেন্টার আইএনসির সাধারণ সম্পাদক মিসেস রামা সিউ। এছাড়াও উপস্থিত ছিলেন পালবার লিং সেন্টার শিশুসদন সংস্থা বাংলাদেশ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য থেরো মহোদয় এবং পালবার লিং সেন্টার শিশুসদনের স্বেচ্ছাসেবক বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here