
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান পার্টনার ফিল্ড স্কুল, পারিবারিক পুষ্টি বাগান, বস্তায় আদা চাষ, মাচায় সব্জি চাষ সহ অন্য্যন্য কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিলাইছড়ি – এর আয়োজনে এইসব প্রশিক্ষণ ও কার্যক্রম পরিদর্শন করা হয় । পরিচালক উপজেলায় পৌঁছালে প্রথমে দীঘলছড়িতে পার্টনার ফিল্ড স্কুল, পরে ধুপ্যাচর ও উপজেলার পাশের এলাকায় বস্তায় আদা চাষ ও মাচায় সব্জি চাষ এবং পরে পুষ্টি বাগান পরিদর্শন করেন। তিনি এইসব চলমান কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি ২০২৫-২৬ অর্থ বছরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ি আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ( ১ম ও ২য় সংশোধিত) – প্রকল্পের আওতায় উপজেলায় মিলনায়তন ও কনফারেন্স হলে কৃষক / কৃষাণীদের প্রশিক্ষণও পরিদর্শন করেন । এবং তিনি নিজেই কিছুক্ষণ প্রশিক্ষণ প্রদান করেন। পরে তাদের সুবিধা – অসুবিধার কথা জানেন। এছাড়াও তাদের পুষ্টি বিষয়ে ধারণা দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওমর ফারুক,সহকারী কৃষি সম্প্রসার কর্মকর্তা মোঃ আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিভূতি-ভূষণ চাকমা, অনুময় চাকমা, রুবেল বড়ুয়া, সুব্রত গুপ্ত, সুকান্ত কুমার মদক,বদিউল আলম সহ কৃষি অফিসের অন্যান্য কর্মচারী।

