
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
বর্ষীয়ান রাজনীতিবিদ ও সাবেক ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তেজেন্দ্র লাল তঞ্চঙ্গ্যা আর নেই। তিনি বুধবার (২১ জানুয়ারি) ভোরে নিজ বাসভবনে গোয়াইনছড়িতে বার্ধক্য জনিত কারণে প্রয়াণ বা মৃত্যুবরণ করেন । তাঁর প্রয়াণে উপজেলার সর্বস্তরের জনগণ শোক প্রকাশ এবং সৎগতি কামনা করেছেন।
এমন উজ্জ্বল নক্ষত্রকে ও অভিভাবককে হারিয়ে শোক প্রকাশ করেছেন উপজেলা বিএনপি, ফারুয়া, কেংড়াছড়ি, বিলাইছড়ি, বড়থলি ইউনিয়ন পরিষদ, হেডম্যান এসোসিয়েশন, কার্বারী সমিতি, উচাইন্দা শিশু আশ্রম, আত্তীয় বর্গ এবং জেলা- উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ। তার জন্ম ৭ এপ্রিল ১৯৩৭ ইং হলে, জীবিত ছিলেন প্রায় ৮৯ বছর। তাঁর রাজনীতি জীবনে পাচঁ বার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও হেডম্যান, মেম্বারসহ প্রায় ৪২ বছর বিভিন্ন কমিটি, দল ও সংগঠনের সঙ্গে সফলতার সহিত কাজ করে গেছেন। গড়ে তুলেছেন শিক্ষাপ্রতিষ্ঠান সহ অনেক ধর্মীয় প্রতিষ্ঠান। বিশেষ করে এমন অভিভাবকে হারিয়ে ভেঙ্গে পড়েছেনও আত্বীয়বর্গ ও ফারুয়াবাসী। ফারুয়া ইউনিয়নে কৃষিতে বিপ্লব ঘটানোর পিছনে তাঁর অবদান অনস্বীকার্য।
