সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক শিশু, কিশোর – কিশোরী এবং নারী অধিকার বিষয়ক শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে,গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় ১নং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ১ বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন,সুকুমার চক্রবর্তী, সিনিয়র শিক্ষক চন্দ্রদেবী তঞ্চঙ্গ্যা,ধর্মীয় গুরু, এনজিও কর্মী, ইউনিয়নের মহিলা মেম্বার এবং ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে, শিশু, কিশোর- কিশোরী, নারী উন্নয়ন শীর্ষক প্রকল্পের SBC এর আওতায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য ক্ষতিকর আচরণ পরিবর্তন বিষয়ে এ ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে।