
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে ১৬ জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষ্যে দেওয়ালে গ্রাফিটি আঁকা ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) সকাল ১১:টায় উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ রনি সরকার, বিএনপির সাধারণ সম্পাদক মো: জাফর আহাম্মদ, উপজেলা এনসিপির সমন্বয়ক সুখময় তঞ্চঙ্গ্যা, থানা এসআই মোঃ সিরাজুল ইসলাম, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সুজন বড়ুয়া, নির্বাচন অফিসার অলেন্দ্র লাল ত্রিপুরা, বিউবি’র প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অসীম চাকমা,যুব উন্নয়ন কর্মকর্তা সুবিনয় চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা নিত্য লাল তঞ্চঙ্গ্যা, কৃষি কর্মকর্তা মোঃ আলী ,রুবেল বড়ুয়া, ফারুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় তঞ্চঙ্গ্যা,বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীলিপ কান্তি তঞ্চঙ্গ্যা, রাজগুরু অগ্রবংশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপন তঞ্চঙ্গ্যাসহ জনপ্রতিনিধি, শিক্ষক কর্মকর্তা – কর্মচারী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বুক পেতে দেওয়া আবু সাইদ সহ দেশে ছাত্র – জনতার আন্দোলনের ফলে আমরা এই দিবসটি পেয়েছি। ফ্যাসীবাদীরা যাহাতে বিভিন্ন দল ও কমিটিতে এসে দেশটাকে যেন ধ্বংস করতে না পারে আমাদের লক্ষ্য রাখতে হবে। প্রতিহিংসা রাজনীতি না করে একটি সুন্দর ও দুর্নীতি মুক্ত দেশ গড়ে তোলা। এছাড়াও সকল রাজনৈতিক দল ও বিভিন্ন দপ্তর প্রেসসহ এলাকার সমস্যা গুলো তুলে ধরে দেশ ও জনগণের কাজ করে সুন্দর দেশ ও সুন্দর বিলাইছড়ি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।