সুজন কুমার তঞ্চঙ্গ্যা।বিলাইছড়ি।।
“স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিলাইছড়িতে নানা আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী ) সকালে উপজেলা প্রশাসন বিলাইছড়ি এর আয়োজনে র্যালীর শেষে উপজেলা কনফারেন্স রুমে এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।