বিলাইছড়িতে কার্বারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  করলেন ইউএনও মুহাম্মদ মামুনুল হক

0
57

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটির  বিলাইছড়িতে কার্বারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ  করলেন সদ্য যোগদানকৃত ইউএনও মুহাম্মদ মামুনুল হক।

মঙ্গলবার ( ৬ মে) সকাল ১১:০০ ঘটিকায় নির্বাহী অফিসারের নিজ কার্যালয়ে  এই সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় ইউএনও’কে উত্তরীয় প্রদান করেন উপস্থিত কার্বারীরা। এতে কার্বারীদের পক্ষে উপস্থিত ছিলেন   জয় সিন্ধু চাকমা, রুপ কুমার তালুকদার, মঙ্গলী চাকমা ও মাটিরাম চাকমা প্রমূখ।

একইসাথে উপজেলা প্রশাসনের সঙ্গে সংশিষ্ট উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(ভা:) সুজন বড়ুয়া, সহকারী প্রসাশনিক  কর্মকর্তা ডালিয়া ত্রিপুরা, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা জ্যোতিষ তঞ্চঙ্গ্যা, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সত্য  কিশোর চাকমাকেও উত্তরীয় প্রদানের মাধ্যমে সন্মান জানায়  এই প্রথাগত নেতারা। সাক্ষাতে ইউএনও কার্বারীদের সুবিধা – অসুবিধার কথা জানেন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নে প্রতিশ্রুতির আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here