
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
বিলাইছড়িতে সম্প্রতি ১ ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। তিনি আরও জানান সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী মোঃ জাফর (২০), পিতা- মৃত মোঃ আব্দুল হক মিয়া, মাতা- মোসাঃ হজি বেগম, গ্রাম-কেংড়াছড়ি, ৩নং ওয়ার্ড, ইউপি-২নং কেংড়াছড়ি, থানা-বিলাইছড়ি, রাঙ্গামাটিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দপূর্বক এই মর্মে প্রতিবেদন দাখিল করিতেছি যে, অত্র মামলার বাদী উবাথোয়াই মারমা, পেশায় একজন ছাত্র, বর্তমানে চিৎমরম বৌদ্ধ বিহারে অবস্থানরত থেকে রাঙ্গামাটি সরকারি কলেজে গণিত বিভাগে অনার্স ৩য় বর্ষে অধ্যয়নরত।বাদীর পিতার সঙ্গে পারিবারিক সম্পর্ক দীর্ঘদিন যাবৎ বিচ্ছিন্ন। বাদীর মা পক্ষাঘাতগ্রস্ত (প্যারালাইজড) রোগী। বর্তমানে বাদীর মা, ছোট ভাই য়ই সিং মং মার্মা (১৭) এবং ছোট বোন ভিকটিম সামাপ্রু ক্রাক্কি মার্মা (১২) বাদীর গ্রামের বাড়িতে বসবাস করছে। ইং ০৪/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকায় বাদীর মা ঘুম থেকে উঠে দেখতে পান যে বাদীর ছোট বোন বিছানায় অনুপস্থিত। বিষয়টি তিনি বাদীর ছোট ভাইকে জানান এবং সে তাৎক্ষণিকভাবে আশপাশে খোঁজাখুঁজি করেও ভিকটিমকে খুঁজে পায়নি। পরে সকালে বাদীর ভাই বিষয়টি বাদীকে জানালে বাদী তাৎক্ষণিকভাবে বাড়িতে চলে আসেন এবং আত্মীয়-স্বজনকে জানাই। পরবর্তীতে ১০/০৭/২০২৫ খ্রিঃ তারিখ বিলাইছড়ি থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নং– ৩৫৩)। স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে বাদী জানতে পারেন যে, বাদীর এলাকার ৩নং ওয়ার্ডের জনৈক মোঃ জাফর (২০) প্রায়ই ভিকটিম স্কুলে যাওয়া আসার পথে তাকে প্রেম নিবেদন করত জনৈক মোঃ জাফর (২০) সহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীর অপ্রাপ্তবয়স্ক বোন সামাপ্রু ক্রাক্কি মার্মা (১২) কে গত ইং ০৪/০৭/২০২৫ তারিখ রাত অনুমান ০২.০০ ঘটিকার সময় বিলাইছড়ি থানাধীন ২নং কেংড়াছড়ি ইউপিস্থ ৬নং ওয়ার্ডের পিক্যাছড়ি গ্রামস্থ বাদীর নিজ বসতবাড়ি হইতে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে আমি সূত্রোক্ত জিডি মূলে অনুসন্ধান ও এলআইসির সহায়তায় আসামীর বর্তমান অবস্থান শনাক্ত করি এবং গত ১২/০৭/২০২৫খ্রিঃ তারিখে ঢাকা কামরাঙ্গীচর থানাধীন ঝাউলাহাটি হযরত নগর ওয়ার্ড নং-৫৫ জনৈক নুরুল হক মেম্বারের বাড়ীর ৬ষ্ঠ তলায় অবস্থান করিতেছেন বলিয়া জানতে পারি। তখন বিষয়টি সিনিয়র অফিসারদেরকে অবহিত করিয়া কামরাঙ্গীচর থানা পুলিশের সহায়তায় গত ১৩/০৭/২০২৫খ্রিঃ তারিখ ভোর রাত ০৪.০০ ঘটিকার সময় জনৈক নুরুল হক মেম্বারের বাড়ীর ৬ষ্ঠ তলার ভাড়াটিয়া জনৈক আকাশের বাসা হইতে অত্র মামলার ভিকটিম সামাপ্রু ক্রাক্কি মার্মা (১২) উদ্ধার ও মামলার এজাহারনামীয় আসামী মোঃ জাফর (২০) কে গ্রেফতার করি। প্রাথমিক তদন্তে জানা যায় যে, আসামী মোঃ জাফর (২০) ভিকটিম সামাপ্রু ক্রাক্কি মার্মাকে গত ০৮/০৭/২০২৫খ্রিঃ তারিখ হইতে ১৩/০৭/২০২৫খ্রিঃ তারিখ ভোর ০৪.০০ পর্যন্ত ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করিয়াছে মর্মে জানা যায়। সুত্রোক্ত মামলার গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমান পাওয়া যাইতেছে।মামলাটির তদন্ত অব্যাহত আছে। আলোচ্য মামলার তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত এজাহার নামীয় গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।