সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।
রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে উপজেলায় নির্বাহী অফিসের তথ্য সংগ্রহের মাধ্যমে পরিসংখ্যান অফিসের অর্থনৈতিক শুমারী -এর জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা পরিসংখ্যান অফিসার মো. জহির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া। তিনি আরো জানান ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ করা হলে আজ সকাল হতে তথ্য সংগ্রহকারীরা মাঠে রয়েছেন। এই জরিপ ১১ -২৬ তারিখ ২০২৪ ইং পর্যন্ত চলবে। ২টি জোনে মোট ৪৩ জন তথ্য সংগ্রহকারী এবং ৯ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে।
উল্লেখ্য যে,দেশের আর্থ – সামাজিক অবস্থা নিরুপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ( বিবিএস) বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারি সমূহের মধ্যে অর্থনৈতিক শুমারি উল্লেখযোগ্য। দেশের ১ম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ ও ২০০৩ সালে দুটি পর্যায়ে ২য় অর্থনৈতিক শুমারি এবং ২০১৩ সালে ৩য় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ২০২৪ সালে ১০-২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি।
তাই অর্থনৈতিক কর্মকান্ডে জরিত সকলকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করা। এবং সকল সরকারি – বেসরকারি প্রশাসনসহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করা হয়।