মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
HomeUncategorizedবিলাইছড়িতে উপজেলা পর্যায়ে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।বিলাইছড়ি।।

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে উপজেলায় নির্বাহী অফিসের তথ্য সংগ্রহের মাধ্যমে পরিসংখ্যান অফিসের অর্থনৈতিক শুমারী -এর জরিপের কার্যক্রম শুরু করা হয়েছে।

বুধবার ( ১১ ডিসেম্বর) সকাল ১১ টায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে জরিপ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা পরিসংখ্যান অফিসার মো. জহির উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া। তিনি আরো জানান ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ গতকাল শেষ করা হলে আজ সকাল হতে তথ্য সংগ্রহকারীরা মাঠে রয়েছেন। এই জরিপ ১১ -২৬ তারিখ ২০২৪ ইং পর্যন্ত চলবে। ২টি জোনে মোট ৪৩ জন তথ্য সংগ্রহকারী এবং ৯ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছে।

উল্লেখ্য যে,দেশের আর্থ – সামাজিক অবস্থা নিরুপনের জন্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ( বিবিএস) বিভিন্ন শুমারি ও জরিপ পরিচালনা করে আসছে। বিবিএস কর্তৃক পরিচালিত শুমারি সমূহের মধ্যে অর্থনৈতিক শুমারি উল্লেখযোগ্য। দেশের ১ম অর্থনৈতিক শুমারি ১৯৮৬ সালে অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ ও ২০০৩ সালে দুটি পর্যায়ে ২য় অর্থনৈতিক শুমারি এবং ২০১৩ সালে ৩য় অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে ২০২৪ সালে ১০-২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪র্থ অর্থনৈতিক শুমারি।

তাই অর্থনৈতিক কর্মকান্ডে জরিত সকলকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করা। এবং সকল সরকারি – বেসরকারি প্রশাসনসহ স্থানীয় সকলের সহযোগিতা কামনা করা হয়।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: