সুজন কুমার তঞ্চঙ্গ্যা।।রাঙ্গামাটি।।
বিলাইছড়িতে “আস্থা” প্রকল্পের উপজেলা পর্যায়ে ত্রৈমাসিক ইয়ুথ গ্রুপ সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২মার্চ) সকাল ১১দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট -এর বাস্তবায়নে উপজেলা কনফারেন্স রুমে এক সভায় উপস্থিত ছিলেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও সিভিক প্ল্যাট ফর্মের রাঙ্গামাটি জেলার সদস্য শান্তি বিজয় চাকমা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিভিক বা নাগরিক প্ল্যাট ফর্মের জেলা সদস্য সুজন কুমার তঞ্চঙ্গ্যা,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট এর ফিল্ড অফিসার রবীন চন্দ্র চাকমা,আস্থা প্রকল্পের ফিল্ড এসোসিয়েট রাজর্ষী চাকমা এবং ইয়ুথ গ্রুপের সদস্য ময়না চাকমা, অঞ্জলি চাকমা, শিখা তঞ্চঙ্গ্যা এবং বরিন তঞ্চঙ্গ্যাসহ ইয়ুথ গ্রুপের সদস্যরা ।
সরকার ২০৩০ সালে এসডিজি এবং ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানামুখী প্রকল্প হাতে নিয়েছে।তাই লক্ষ্যমাত্রা অর্জনে যুব সমাজকে এগিয়ে নেওয়ার জন্য নানামুখি কাজ করে যাচ্ছে।তাই বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও যুবদের ক্ষমতায়ন,কর্মমুখী শিক্ষা ও কর্মদক্ষতা নিয়ে কাজ করছে। তারই প্রতিফলন দেখাছে পার্বত্য অঞ্চলে আস্থা প্রকল্প।
উল্লেখ্য, বিগত ১৮ ফেব্রুয়ারি জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের একটি নাগরিক প্ল্যাটফর্ম গঠন করা হলে এই প্রথম উপজেলা পর্যায়ে যুবাদের নিয়ে সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত:- সুইস এম্বেসি বাংলাদেশ -এর অর্থায়নে আস্থা প্রকল্পটি বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট – এর রাঙ্গামাটি জেলার ১০ টি উপজেলা বাস্তবায়ন করছে।