
সুজন কুমার তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি:
বিলাইছড়িতে দুর্নীতি বিরোধী দিবস ও আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় একসাথে পালন করা হয় । পরে উপজেলা মিলনায়তনে এক সভায় উপস্থিত ছিলেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান।
দিবসে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রাজেশ প্রসাদ রায়, উপজেলা প্রকৌশলী আলতাফ হোসেন, ইন্সট্রাক্টর মোহাম্মদ বখতেয়ার হোসেন, থানা উপ পরিদর্শক মো.শরীফুল ইসলাম, বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক থুইপ্রু মার্মা (আকাশ), জাতীয় মহিলা সংস্থা’র সাধন তঞ্চঙ্গ্যা প্রমূখ। সঞ্চালনায় রুবেল বড়ুয়া। জয়িতা- সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মরিয়ম আক্তার এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী অসপরী চাকমাকে সন্মাননা ক্রেস প্রদান করা হয়েছে।
