
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি: বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সূচনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন করেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন। তাই দিনটিতে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নানান আয়োজনে পালিত হয়।
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম: বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদ্বয়ের সাথে সাথে আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
সকাল ৯ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পর উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী,আনসার ও পুলিশ বাহিনী, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এব বিজয় মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা সোহেল রানা,উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান,বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক জুলফিকার আলী ভূট্রো, ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদনী, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান কফিল উদ্দিনসহ, বিভিন্ন স্কুল,কলেজ এর শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বীর শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
মানিকছড়ি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মানিকছড়ি উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ ও আহ্বায়ক কমিটি আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব নেতৃত্বে বিজয় র্যালি ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় উপজেলায় বিএনপি দলীয় কার্যালয় প্রাঙ্গণ শুরু হয়ে বিজয় র্যালি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মানিকছি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য সচিব মো. মীর হোসেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সদস্য আবুল বশর, জেলা সেচ্ছাসেবক দলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম রকি, উপজেলায় বিএনপি আহ্বায়ক কমিটি যুগ্ম আহ্বায়ক আরব আলী চেয়ারম্যান, মো. জয়নাল আবেদীন, আবুল কাশেম চেয়ারম্যান,কমিটি সদস্য নুরুজ্জামান মাষ্টার, সফিকুর রহমান সফিক, মানিকছড়ি সদর ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ শহিদুল ইসলাম শহিদ, যোগ্যাছোলা ইউনিয়নে বিএনপি সভাপতি মোঃ জামাল উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ডাঃ ইসমাইল হোসেন, উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আল ফারুক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মহি উদ্দিন কিশোর, মানিকছড়ি সদর ইউনিয়ন কৃষকদলে সভাপতি মোঃ আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক অংগ্য মারমাসহ উপজেলা ও ইউনিয়নে বিএনপির, অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ। একইসঙ্গে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মো. ইসমাইলুল করিম, লামা : পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় নানার আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মঙ্গলবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয় এবং লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে লামা উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের অংশগ্রহণে আয়োজিত কুচকাওয়াজ ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল (মাধ্যমিক ও প্রাথমিক শাখা) এবং দ্বিতীয় স্থান অর্জন করে হলি চাইল্ড পাবলিক স্কুল। এই দিবসটি উপলক্ষে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে লামা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজনে মোরশেদুল আলমের প্রাণবন্ত সঞ্চালনায় আলোচনা সভায় লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রধান অতিথি হিসেবে ছিলেন মো. মঈন উদ্দিন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা তুলে দেন।বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী সকল শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। দিবসে মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), রুবায়েত আহমেদ, লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তানবীর হাসান, কাজী মোহাম্মদ ইব্রাহীম, জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির এবং দিনব্যাপী এই আয়োজনে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী ও সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক এবং সাধারণ জনগণ ও শিক্ষার্থী দেখা গেছে।
মিল্টন চাকমা (কলিন), মহালছড়ি: খাগড়াছড়ির জেলার মহালছড়িতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
প্রত্যুষে ৩১ বার তোপ ধ্বনির মাধ্যমে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় রাজনৈতিক দলসমূহ শোভাযাত্রা সহকারে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান এর নেতৃত্বে মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে র্যালি সহকারে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ও এর অঙ্গসংগঠন, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন এর নেতৃত্বে মহালছড়ি থানা, মহালছড়ির বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্কুল কলেজ এর নেতৃবৃন্দ উপজেলার শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে মহালছড়ির মিনি স্টেডিয়াম মাঠে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কুসকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্গন প্রতিযোগিতা, বিজয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযোদ্ধা সংবর্ধনা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ভিন্ন ভিন্ন স্থানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
