বিএনপি নাম ভাঙ্গিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে নেতাকর্মীদের বহিস্কার করা হবে- জাবেদ রেজা

0
24

।।আকাশ মারমা মংসিং, বান্দরবান।।

অন্যদল থেকে এসে সুযোগ বুঝে দলে ঢুকে ফায়দা লুটবে সেই সুযোগ দেয়া হবে নাহ। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে নির্দেশ রয়েছে বিএনপি দলের নাম ভাঙ্গিয়ে চাদাঁবাজি, দখল, হয়রানীসহ নানা অপরাধমূলক কার্যকলাপের জড়িত থাকলে নেতাকর্মীদের দল থেকে সরাসরি বহিস্কার করা হবে।

সোমবার (৯ সেপ্টেম্বর) সাড়ে ১২ টায় হোটেল গ্র্যান্ডভ্যালী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে দলের নেতাকর্মীদের প্রতি এই হুশিয়ারি দেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

গেল কয়েকদিন আগে অনলাইন পোর্টাল চট্টগ্রাম ভয়েসের সংবাদ প্রকাশের বান্দরবান জেলা বিএনপি দলের নেতাকর্মীদের নিয়ে ইসলামী শিক্ষা কেন্দ্রের বিষয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা।

বিএনপি সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, ঢাকা, চট্টগ্রামে বিএনপি সংগঠনের আন্দোলন করতে গিয়ে দলের নেতাকর্মীরা মামলা মোকদ্দমা মুখোমুখি হতে হয়েছে। শুধু তাই নয় দলের সিনিয়র নেতাকর্মীদের জেল খাটতে হয়েছে। তবুও দলের নেতাকর্মীরা হাল ছেড়ে দেননি। নেতাকর্মীদের যে অর্জন, ত্যাগ ও কর্মীরা দলের প্রতি যে অগাধ ভালোবাসা বিশ্বাস সেটি আছে বলে বিএনপি দল এখনো রাজনৈতিক হাল ধরে আছে। কিন্তু কিছু কু-চক্র মহল দলটি নামে ষড়যন্ত্র করছে।

বিএনপি নেতা বলেন, সংগঠন কারো নেশা আবার কারো পেশা। বিএনপি সংগঠন চালাতে কেউ জমি বিক্রি করছে আবার কেউ নিজেকে বিলীয়ে দিচ্ছে। দলকে টিকিয়ে রাখতে ১৫ বছর ধরে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের হয়রানী হুমকি-ধমকি মামলা মুখোমুখি হয়েছে। তাছাড়া দীর্ঘ আট বছর ধরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দ্বায়িত্বে থাকাকালীন বান্দরবানে পৌরসভা দায়িত্ব পালন করতে গিয়ে আমার বিরুদ্ধে কোন দুর্নীতি ও অনিয়ম অভিযোগ নেই । কিন্তু ৫ আগষ্ট স্বৈরাচারী আ.লীগ সরকার পতনের পর বছরে পর বছর যেসব আ.লীগের নেতারা দুর্নীতি অনিয়মের সুযোগ -সুবিধা নেয়ার ফলে সেসব নেতারা আত্মগোপনে চলে গেছে আবার কেউ চট্টগ্রামে ঠাই নিয়েছে।

ইসলামী শিক্ষা কেন্দ্র দখলে বিষয়ে জাবেদ রেজা বলেন, এই কেন্দ্রে সমস্যা থাকলে কোন কারণে নতুন কমিটি গঠন ও পরিবর্তন হতে পারে। তাছাড়া আমি ওই ইসলামী কেন্দ্রে কোন সদস্যও না, সেখানে কোনদিন নামাজ আদায় করতেও যায়নি। বরঞ্চ মেয়র থাকাকালীণ সময়ে ইসলামী শিক্ষা কেন্দ্রে জন্য সহযোগিতা করেছি। একপক্ষ আমার ইমেজকে ষড়যন্ত্র করতে পায়তারা চালিয়ে যাচ্ছে। আমার মতে, এসব কোনদিন দখল হতে পারে না। কারণ সেটি একটি শিক্ষা প্রতিষ্ঠান।

সম্মেননে জেলা বিএনপির সহ-সভাপতি লুসাইমং মারমা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপি আহবায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমা, মহিলা নেত্রী উম্যাসিং মারমা, জেলা বিএনপির নেতা রিটল বিশ্বাসসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here