বান্দরবান ডাম্পিং স্টেশন নয়, দুর্নীতিবাজদের এখানে ফেলার সুযোগ নেই: ছাত্রসমাজ

0
100

সুজন ভট্টাচার্য্য।।বান্দরবান।।

দেশের বিভিন্ন স্হানে সরকারি কর্মকর্তা কর্মচারী  দুর্নীতি ও নৈতিকতা বিবর্জিত কাজে জড়িত থাকলে তাদের কে চাকরিচ্যুত না করে বান্দরবানে পাঠানোর সিদ্ধান্ত আসে কেন? মনে রাখবেন পার্বত্য এই জনপদ কোনো ডাম্পিং স্টেশন নয়, দুর্নীতিবাজ দের ধরে ধরে এখানে ফেলার সুযোগ নেই। বান্দরবান দেশের কোনো বিছিন্ন অঞ্চল নয়।এখানের সভ্যতা কে বিনষ্ট করার জন্য কথায় কথায় দুর্নীতিবাজ ও নানা অপকর্মে লিপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী দের বান্দরবানে বদলি করে দেয়া হবে এমন হুমকি দিয়ে ঐতিহ্য ও সম্প্রীতির এই পুরো জনপদ কে অপমান করা কোনোভাবেই কাম্য নয়।এই ধরনের মানসিকতা থেকে বের হয়ে বান্দরবান কে দেশের প্রতিটি জেলার মতো সমান মর্যাদায় দেখুন।

রবিবার (২৭ জুলাই)  সকাল সাড়ে দশটায় বান্দরবান  প্রেস ক্লাবের সামনে বান্দরবানস্হ আদিবাসী ছাত্র সমাজ কর্তৃক আয়োজিত  মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা।

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা  উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর  শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খান কে বান্দরবানে  পার্বত্য জেলায় পদায়ন বাতিল এর দাবিতে মানববন্ধন  অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত  মানববন্ধনে বান্দরবানে কোনো  দুর্নীতিবাজ, অপরাধী, নৈতিকতা বিবর্জিত সরকারি কর্মকর্তা কর্মচারী পদায়নের সিদ্ধান্ত থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, লাভনী তংচংগা,এডিশন চাকমা,শিমুল তংচংগ্যা,লেনসন ত্রিপুরা,ফিলিপ খেয়াং প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here