বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের মেঘলা হেডকোয়ার্টার্স ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদার নেতৃত্বে ৩১ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ১ লক্ষ ২ হাজার টাকা মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
আজ রবিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় বান্দরবানে মেঘলা হেডকোয়ার্টার্স ২আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের “প্রেস রিলিজ ” এর মাধ্যমে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদার মোবাইল হারানো সংক্রান্তে যথাক্রমে ১। সেনবাগ থানার জিডি নং-৮১১, ২। চাঁদপুর সদর থানার জিডি নং-১১৫২, ৩। চকরিয়া থানার জিডি নং-৭৬২, ৪। মীরসরাই থানায় জিডি নং-১০৫৪, ৫। সাভার থানায় জিডি নং-৫৬৬, ৬। বান্দরবান সদর থানার জিডি নং-১১৪৯, ৭। লোহাগাড়া থানার জিডি নং-১০১১, ৮। চান্দগাঁও থানার জিডি নং-৬৯২, ৯। চকরিয়া থানার জিডি নং-৭৩, ১০। মুক্তাগাছা থানার জিডি নং৯৭২, ১১। বান্দরবান সদর থানার জিডি নং-১০০০, ১২। বুড়িচং থানারজিডি নং- ১১৪৭, ১৩। আনোয়ারা থানার জিডি নং-৫৬১, ১৪। হালিশহর থানার জিডি নং ৪৩২, ১৫। সদর দক্ষিণ মডেল থানার জিডি নং-৫২৬, ১৬। বান্দরবান সদর থানার জিডি নং-৭২০, ১৭। ইসলামপুর থানার জিডি নং-৮১, ১৮। কোম্পানীগঞ্জ থানার জিডি নং-৮১১, ১৯। উখিয়া থানার জিডি নং-৯৯৯, ২০। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং-৪৫৩, ২১। হাটহাজারী থানার জিডি নং ১৬৬৪, ২২। কোতয়ালী মডেল থানার জিডি নং-১৭১৪, ২৩। লালমাই থানার জিডি নং- ১১৩,২৪। বান্দরবান সদর থানার জিডি নং-১২৩, ২৫। সাতকানিয়া থ্নাার জিডি নং-২১০, ২৬। রোয়াংছড়ি থানার জিডি নং-৫৯৬, ২৭। বায়েজিদ বোস্তামী থানার, জিডি নং-১৫৪২, ২৮। বান্দরবান সদর থানার জিডি নং-১৩৪৭, কপি সংগ্রহ পূর্বক এপিবিএন হেডকোয়ার্টার্স এর এলআইসি/সিআইএ শাখার সহায়তায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, মেঘলা, বান্দরবানের সাইবার টিম (মেটা-৪/৫/৬) কর্তৃক (f19, oppoA16, Redmi 9, Redmi 10c , Redmi 10c , MI Redmi6A, Redmi 12C, Sumsumg M10, Narzo50, Redmi 10c, Samsung galaxy a52, Samsung smA135, vivoY91, Redmi Note 8, oppo A15s, Realmi Narzo50, Y30, Sumsung Galaxy s9, TecnoK17, Oneplus nord C12 Lite, Redmi Note 11S, VivoY21, VivoY12A, Tecno spark 8C, Note9, oneplus nord CE2, ViVO Y21, Realme c33 সর্বমোট ৩১ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। তিতাস থানার জিডি নং-১১৪৫, ২। পাহাড়তলী থানার জিডি নং-৫৩৮, ৩। চাদগাঁও থানার জিডি নং ৯৩১, মূলে ভিকটিমদের বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার ক্রাইম সেল উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত করে যথাক্রমে ৫০,০০০/- টাকা, ১৫০০০/- টাকা, ৭০০০/- টাকা উদ্ধার, এবং পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের নিকট হতে অদ্য ইং ২৮/০১/২০২৪ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৩১ টি মোবাইল ফোন, বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭২০০০/- টাকা মালিকের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপস্ এ্যান্ড ইন্টেলিজেন্স) জনাব মোঃ আবদুল করিম সহ ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) জনাব মোঃ শওকত আলী, অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) জামাল হোসেন, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) মোঃ আব্দুল গণি।