বান্দরবানে হারিয়ে যাওয়া মোবাইল ও অর্থ হস্তান্তর

0
41

।।আকাশ মারমা মংসিং,বান্দরবান ।। 

বান্দরবানের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও নগদ উর্থ উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

সোমবার (১জুলাই) দুপুরে আর্মড পুলিশ কার্যালয়ে মালিকদের কাছে হস্তান্তর করেন আর্মড অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

আর্মড পুলিশ জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইল ও ভূল নাম্বারে অর্থ চলে যায় গ্রাহকদের। এসময়  চুরি ও ভূল নাম্বারে অর্থ উদ্ধারে বিভিন্ন থানায় জিডি করেন ভুক্তভোগীরা। এরই প্রেক্ষিতে সাইবার ক্রাইম সেল মাধ্যমে সেসব জিনিস উদ্ধারে নামে আর্মড পুলিশের টিম। এসময় অভিযানে বিভিন্ন স্থানে থেকে হারিয়ে বা চুরি হওয়া  ৬০টি মোবাইল ও নগদ অর্থ সাড়ে ২ লক্ষ টাকা উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

২ আর্মড পুলিশ অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান বলেন, বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ও ভুল নাম্বারে যাওয়া অর্থ উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর্মড পুলিশ সারাদেশে মাদক চোরাচালান ও সাধারণ জনগনের নিরাপত্তা জন্য কাজ করে যাচ্ছে। আর্মড পুলিশের এই অভিযান আগামীতে অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বান্দরবানে রিয়ার হেডকোয়ার্টার্স ২ এপিবিএন সহ-অধিনায়কমোঃ আমিনুল ইসলাম, পুলিশ পরিদর্শক এ এস এম সামছুদ্দিন, অপারেশন শাখার ইনচার্জ এসআই মাইকেল বনিক, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই কামরুল হাসান, এএসআই রবিউল করিম সিকদার,  ইন্টেলিজেন্স উইং এর ইনচার্জ এএসআই নুর আলমসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here