মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫
Homeউন্নয়নবান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন আজ

বান্দরবানে সেনা রিজিয়ন কাপ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন আজ

সুজন ভট্টাচার্য্য, বান্দরবান:

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা, শান্ত-নিবিড় পাহাড় ও নদীর মিলনস্থল বান্দরবান আজ শুধু পর্যটনের জন্য নয়—খেলাধুলার জন্যও এক অনন্য সম্ভাবনাময় জেলা। পাহাড়ি ও সমতলের মানুষের ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে এ জেলা দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে অসাধারণ অবদান রেখে চলেছে। তরুণ প্রজন্মকে সুস্থ, বলিষ্ঠ ও শৃঙ্খলাপরায়ণ করে গড়ে তোলার অন্যতম হাতিয়ার হলো খেলাধুলা।

এই প্রেক্ষাপটে আজ শুক্রবার বিকাল ৪ টায় বান্দরবান জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে “সেনা রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এএসএম মাহমুমুদুল হাসান, বান্দরবান নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ, পুলিশ সুপার শহিদুল্লাহ কায়ছার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এমএম ইয়াসিন আজিজ, বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাবেদ রেজা ও বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মেজর এম এম ইয়াসিন আজিজ, সাব জোন কমান্ডার, রোয়াংছড়ি ও সভাপতি, টুর্নামেন্ট পরিচালনা কমিটি।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথি শামীম আরা রিনি বলেন, বান্দরবান শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, বরং তার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির জন্য সমাদৃত। পাহাড়ি জনপদে সেনা রিজিয়নের এমন ক্রীড়ামূলক আয়োজন নিঃসন্দেহে এক অনন্য উদাহরণ। খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাপরায়ণ ও ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।

লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান, পিএসসি, জোন কমান্ডার বান্দরবান জোনের দূরদর্শী নেতৃত্ব, বিচক্ষণতা, ক্রীড়াবান্ধব মানসিকতা এবং আপ্রাণ প্রচেষ্টায় এ টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়েছে। তাঁর গতিশীল নেতৃত্বে ও সদর জোনের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে, যা নিঃসন্দেহে স্থানীয় ক্রীড়া চর্চাকে এগিয়ে নেবে।

বান্দরবান সেনা রিজিয়নের আয়োজনে ও জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আয়োজিত এ প্রতিযোগিতা পাহাড়ি-সমতলের ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

১৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সেনার রিজিয়ন কাপ ফুটবল প্রতিযোগিতা ২০২৫ এর আনুষ্ঠানিক শুরু হয়ে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ফাইনাল খেলার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটবে।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: