বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫
Homeউন্নয়নবান্দরবানে রাস্তা নির্মাণে বাঁধা প্রদানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বান্দরবানে রাস্তা নির্মাণে বাঁধা প্রদানের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

বিশেষ প্রতিনিধি,বান্দরবান :

দীর্ঘ ৪৫ বছরের চলাচলের রাস্তায় বাঁধা ও চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে বান্দরবানের পশ্চিম বালাঘাটা এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বুধবার (২৯ অক্টোবর) সকালে পশ্চিম বালাঘাটার স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদ কর্তৃক নির্মাণাধীন রাস্তার কাজে দিদারুল আলম গংয়ের বাঁধা প্রদানের প্রতিবাদে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, প্রায় ৪৫ বছর ধরে বান্দরবান রাঙ্গামাটি সড়কের রাস্তার মাথা থেকে হাজী নুরুল আলম পাড়া ও  অংচিং প্রু মারমা পাড়া পর্যন্ত রাস্তাটি দিয়ে দুই শতাধিক পরিবারের মানুষ যাতায়াত করছে। প্রায় ২০ বছর আগে পৌরসভার উদ্যোগে ব্রিক সলিং করা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে রাস্তার অবস্থা মারাত্মকভাবে নাজুক হয়ে পড়ে। চলতি বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে রাস্তাটি পিচঢালা করার টেন্ডার হয়। এ সময় রাস্তার কাজ শুরু হলে স্থানীয় দিদারুল আলম নামে এক ব্যক্তি কাজের বাঁধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ ওঠে। এতে এলাকাবাসীর চরম ভোগান্তি সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “এলাকায় ৪৫ বছর ধরে আমরা বসবাস করছি, কিন্তু কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রাস্তা নির্মাণে বাঁধা দিচ্ছে। এতে আমাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কোনো রোগী অসুস্থ হলে তাকে হাসপাতালে নিতে কষ্ট হয়, ফায়ার সার্ভিসের গাড়িও এলাকায় ঢুকতে পারে না।”

ঠিকাদার মো. শাহদাত হোসেন জানান, রিপন মিয়া”র  নামে ঠিকাদারি লাইসেন্সে কার্যাদেশ পাওয়া  প্রতিষ্ঠানের লাইসেন্সে কাজটি চলছে। কার্যাদেশ অনুযায়ী বান্দরবান-রাঙামাটি   সড়কের রাস্তার মাথা থেকে হাজী নুরুল আলম পাড়া ও  অংচিং প্রু মারমা পাড়া পর্যন্ত রাস্তা নির্মাণকাজ করার সময় তিনি শুনেছেন দিদারুল আলম রাস্তার কাজের মিস্ত্রির কাছে চাঁদা দাবী করে রাস্তার কাজে বাঁধা প্রদান করেছেন, তিনি আইনের আশ্রয় নেবেন বলে জানান।

অভিযুক্ত দিদারুল আলমের বক্তব্য জানার জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও, তা বন্ধ পাওয়া গেছে। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আযম, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সুনীল কান্তি দে, নুরুল আকতার, বাবু দে প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: