
সুজন ভট্টাচার্য্য।।বান্দরবান।।
বান্দরবানের আলীকদমে বেড়াতে এসে নিখোঁজ হাসান চৌধুরী শুভ কে নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। সবার মুখে মুখে একটাই প্রশ্ন হাসান চৌধুরী শুভ কোথায়?
জানা যায় গত ৮ জুন ৩৩ জনের একটি দল ‘ট্যুর এক্সপার্ট’ নামের একটি অনলাইন ভিত্তিক ট্রাভেল গ্রুপের ব্যবস্থাপনায় বান্দরবানের আলীকদম উপজেলায় ভ্রমণে এসেছিলেন। এরমধ্যে ৯ জুন অতিবৃষ্টি তে দূর্গম শামুক ঝিরি এলাকায় ঝর্ণা দেখতে গিয়ে ফেরার পথে পাহাড়ি ঢলে ৩ জন পর্যটক ভেসে যান। পরে ১২ ও ১৩ জুন জুবাইরুল ইসলাম(২৭) ও স্মৃতি আক্তার (১৭) নামের দুই পর্যটকের মৃতদেহ মাতামুহুরি নদী ও তৈন খাল থেকে উদ্ধার করা হয়। তবে এখনো মেলেনি হাসান চৌধুরী শুভ’র খোঁজ।
নিখোঁজ হাসান চৌধুরী শুভ ফেনী সদর ইউনিয়নের মোহাম্মদ আলীবাজার গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে যাবার পর ও হাসান চৌধুরী শুভ’র কোন সন্ধান না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম।তাকে খুজতে পরিবারের সদস্যরা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা দের সাথে সমন্বয় করে নিজেরাও টানা ৩ দিন ধরে খোঁজাখুঁজি করেন ।তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্হানীয় একজন গাইড রুমাবার্তা কে বলেন,নিখোঁজ হাসান চৌধুরী শুভ ট্যুর এক্সপার্ট গ্রুপ এডমিন বর্ষা ইসলামের বেশ ঘনিষ্ঠ ছিলো। হাসান চৌধুরী শুভ বেশ চতুর ও সাহসী ছেলে আখ্যা দিয়ে তিনি আরো বলেন,২ জন পর্যটকের বিবস্ত্র লাশ দেখেছি ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নের কথা শুনেছি। সেই থেকে হাসানের নিখোঁজ হওয়ার বিষয় টি যথেষ্ট সন্দেহ জনক বলে মনে করেন তিনি।
এই বিষয়ে আলীকদম থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই রায়ানা আক্তার বলেন, হাসান চৌধুরী শুভ কে বরিবার (২২ জুন) পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তার পরিবার থেকে কেউ নিখোঁজ এর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও করেনি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে হাসান চৌধুরী শুভ বেঁচে আছেন এমন ঈঙ্গিত পূর্ণ পোষ্ট ও মন্তব্য জন্ম দিয়েছে বিতর্কের।
এই বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন,হাসান চৌধুরী শুভ এখনো পর্যন্ত নিখোঁজ। তাকে খুঁজে পেতে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল একসাথে কাজ করে যাচ্ছে।
এই বিষয়ে আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল ফয়সাল বলেন,হাসান চৌধুরী শুভ কে খুঁজে পেতে প্রশাসনের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করা সম্ভব সবটুকুই করা হয়েছে এবং এখনো উদ্ধার পক্রিকা চলমান রয়েছে। তিনি আরো বলেন,ফায়ার সার্ভিস এর অনুসন্ধানী দল ও পুলিশের একটি টীম সম্ভাব্য সমস্ত জায়গা গুলো তে চষে বেড়িয়েছে। এখনো আনুষ্ঠানিক ভাবে শুভ কে খোঁজার কাজ এখনো চলমান বলে জানান এই কর্মকর্তা।