জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বান্দরবানে কৃষকদের মাঝে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি পরিচিতি ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার সুয়ালকের সিকদার পাড়া এলাকায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এসময় প্রশিক্ষণে অর্ধশতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা তানহারুল ইসলাম লেলিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ফার্ম মেশিনারি এন্ড পোস্টহার্ভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুরুল আমিন।
বক্তব্যে প্রধান অতিথি মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: নুরুল আমিন বলেন,কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের বিভিন্নধরনের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। শুধু তাই নয় এসব যন্ত্রপাতি যাতে করে কৃষকরা নিজেই ব্যবহার করতে পারে সেজন্য তাদেরকে প্রশিক্ষণও দেয়া হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা স্বল্প সময়ে কম খরচে অধিকতর লাভবান হবে বলে আশা করেন এই কর্মকর্তা।
পরে মাঠ পর্যায়ে কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি বিশেষ করে বেড প্লান্টার,সিডার, ভুট্টার শেলার, পাওয়ার থ্রেশার, আলু হার্ভেস্টার, সৌর পাম্প ভিত্তিক সোলার হোম সিস্টেম এবং শস্য কর্তনের রিপার পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়।
এসময় বান্দরবান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম.এম শাহনেয়াজ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল ইসলাম, কনসালটেন্ট কৃষিবিদ ক্যছেনসহ বান্দরবান কৃষি বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা ও কৃষকরা।