
বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছে অন্তত তিনজন পুলিশ সদস্য ।
আজ বুধবার সকালে সদর উপজেলার মানুর টেক ও সুয়ালক এলাকায় এই দুটি স্থানে পৃথকভাবে দুর্ঘটনাটি হয়।
নিহতরা হলেন- ট্রাক চালক শামসুল ইসলাম (৪০) ও মোটরসাইকেল চালক মো: হোসেন (২৮)। তারা ময়মনসিংহ জেলা ও অপরজন বান্দরবানে বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে চিনি বোঝাই করে পন্যবাহী ট্রাক বান্দরবানে আসছিল। বাসষ্টেশন সংলগ্ন মানুর টেক এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এসময় ট্রাকে চাপা পড়ে সহকারী চালক নিহত হন ও আহত হন ট্রাকে থাকা দুই পুলিশ সদস্যসহ অন্তত তিনজন।
অন্যদিকে বান্দরবান-কেরানিহাট সড়কের সুয়ালক ইউনিয়নের বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রাকের সাথে মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষের মোটরচালক মো: হোসেন (২৮) নিহত হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন, বান্দরবানে পৃথক সড়ক দূর্ঘটনায় দুই নিহত হয়েছে। আহত হয়েছে দুই পুলিশ সদস্যসহ তিন জন। নিহত ও আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।