বান্দরবানে পারাপারে সময় পানিতে ডুবে কিশোর নিখোঁজ

0
53

।।আকাশ মারমা মংসিং, বান্দরবান।।

বান্দরবানে সাঙ্গু নদী পারাপার হওয়ার সময় পানিতে ডুবে মারুফ হোসেন(১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। এই ঘটনায় অপরজন বিজয় মল্লিক নামে (১৮) এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ আগষ্ট) বেলা বারোটার দিকে জেলা সাঙ্গু নদীতে এই ঘটনাটি হয়।

নিখোঁজ কিশোর – মারুফ হোসেন(১৭), সে বালাঘাটা হাইস্কুল এলাকার দিদার আলমের ছেলে। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানান, দুপুর দিকে দুই কিশোর রোয়াংছড়ি ষ্টেশন নদীর ঘাটে আসে। প্রথমে সাতার কেটে বিজয় মল্লিক নামে (১৮) কিশোর পারাপারের সময় নদীর মাঝখানে ডুবে যায়। পরে বোটের চালক তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে মারুফ হোসেন (১৭) একইভাবে রোয়াংছড়ি ষ্টেশন ঘাট থেকে লাফ দিয়ে সাঙ্গু নদীতে সাতার কেটে মধ্যম পাড়া ঘাটে পারাপার হচ্ছিল। পারাপারের সময় মদীর মাঝখানে পানিতে ডুবে মারুফ হোসেন(১৭) ডুবে নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে খোজাখুজি করেও ডুবে যাওয়া কিশোর সন্ধান মেলেনি।

নিখোঁজ বাবা দিদার আলম জানান, সকালে ছেলেটি কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার পর বাড়ি থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ আগে বালাঘাটা বাজারে দেখা গেলেও পরে শুনেন ছেলেটি পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। কি কারণে বান্দরবান দিকে আসছিল সে বিষয়ে তিনি জানেন নাহ।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি বলেন, নদী পারাপারের সময় এক শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমাদের লোকজন ঘটনাস্থলে গেছে। তবে আমাদের ডুবুরি দল না থাকায় রাঙ্গামাটি থেকে ডুবুরিদল আসতেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here