জেলা প্রতিনিধি।।বান্দরবান।।
বান্দরবানের মেঘলা পর্যটন কেন্দ্র লেকের বোর্ট ঘাট থেকে ডুবে যাওয়া দুই বছর বয়সের কণ্যা শিশু আমেনা আক্তারকে শিশুকে জীবিত উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
শুক্রবার (১মার্চ) দুপুরে মেঘলা লেকের বোর্ট ঘাটে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া শিশুর আমেনা আক্তার (২)। সে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড এলাকার মো: রিপন মিয়ার মেয়ে।
ট্যুরিস্ট পুলিশ জানায়,, শুক্রবার সকালে চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেড থেকে ইউসিবিউ স্পোটিং (বাংলাদেশ) লিমিটেডের ২৫০ জন পর্যটক মেঘলায় ভ্রমণে আসে। পর্যটকরা মেঘলা লেকের বোর্ট ঘাটে প্রবেশ করলে সেখানে কোন রেলিং না থাকায় হঠাৎ শিশুটি লেকের পানিতে পড়ে যায়। শিশুটি পানিতে ডুবে থাকার খবর পেয়ে দ্রুতগতিতে শিশুটিকে উদ্ধার করে ট্যুরিস্ট পুলিশ। পরে প্রাথমিক চিকিৎসায় শেষে সুস্থ্য হলে শিশুটিকে বাবার কাছে হস্তান্তর করা হয়।
বান্দরবান ট্যুরিস্ট পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেঘলার বোর্ট ঘাট থেকে আমেনা আক্তার নামের এক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করে পরিবারের কাছে সুস্থ্য অবস্থায় ফিরিয়ে দেয়া হয়েছে। পর্যটকদের সকল ধরনের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।