
উবাসিং মারমা।।রুমা।।
বান্দরবানে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই ও জেলা পরিষদের সদস্য লাল জারলম বম এর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রুমাবার্তা ডটকম’র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যানের নিজস্ব বাসভবনে সামনে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, রুমাবার্তার সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা (ভদন্ত নাইদিয়া থের), নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা, রুমাবার্তার উপদেষ্টা মো.আবু বক্কর ছিদ্দিক, রুমাবার্তার সহকারী প্রকাশক আকাশ মারমা মংসিং ও রুমাবার্তার রুমা প্রতিনিধি উবাসিং মারমাসহ অনেকে প্রমূখ।
সাক্ষাৎকারে চেয়ারম্যান থানজামা লুসাই বলেন, আমি গণমাধ্যমকর্মীদের উপর খুবই আত্মবিশ্বাসী। আরেকটা কথা হলো যেহেতু রুমাবার্তা পরিবার ২য় বছরের পর্দাপন করবে এবং প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবেন। সে পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ অভিনন্দন জানাচ্ছি।

জেলা পরিষদের সদস্য লাল জারলম বম বলেন, রুমাবার্তা যেহেতু রুমা উপজেলাতে স্থানীয় নিউজ পোর্টাল পাশাপাশি তিন পার্বত্য জেলা নিয়ে নিউজ কভারেজ করেন সে হিসেবে আমি অত্যন্ত গর্বিত। রুমাবার্তার কর্তৃপক্ষ এত সময় নিয়ে সাক্ষাৎ করতে আসছেন সে হিসেবে আমি খুবই আনন্দিত।
