বান্দরবানে কেএনএ নারী শাখার প্রধান সমন্বয়কসহ দু’জনকে গ্রেপ্তার

0
38

আকাশ মারমা মংসিং।।বান্দরবান।।

বান্দরবানের র‍্যাবের অভিযান চালিয়ে গ্রেফতার হওয়া সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বম ও সদস্য লাল সিয়াম লম বমকে কারাগারে পাঠিয়েছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

শনিবার (১৮ মে) দুপুরে গ্রেপ্তারকৃতদের কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. নুরুল হক কারাগারে পাঠানো নির্দেশ দেন।

আসামীরা হলেন- আকিম বম (১৮) পাইক্ষ্যং পাড়ার সিয়াম থং বমের মেয়ে ও লাল সিয়াম লম বম (৬০) ফারুক পাড়ার বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, র‍্যাব গোপন সংবাদে ভিত্তিতে লাইমি পাড়া ও ফারুক পাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়কে আদালতে তোলা হলে তাদেরকে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

এদিকে রুমা, থানচি ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটসহ অপহরণের ৯টি মামলা দেখিয়ে এ পর্যন্ত ২৫ জন নারীসহ ৮৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ বলেন, গ্রেফতারকৃদের আদালতে তোলা হলে কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছে আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here