রবিবার, জানুয়ারি ২৫, ২০২৬
Homeপার্বত্য রাজনীতিবান্দরবানে এনসিপি সদস্য সচিবের পদত্যাগ, সমর্থন জানালেন বিএনপির সংগঠনকে

বান্দরবানে এনসিপি সদস্য সচিবের পদত্যাগ, সমর্থন জানালেন বিএনপির সংগঠনকে

মো. ইসমাইলুল করিম, লামা:

বান্দরবানের লামা উপজেলায় ফাইতং ইউনিয়ন নয়াপাড়া এলাকার ছৈয়দ আহমদের ছেলে মোহাম্মদ এরফানুল হক জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ন সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক দলটির সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) সমর্থন জানায়। একই সঙ্গে তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমর্থন জানিয়েছেন।

গত শনিবার (২৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, নাগরিক ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার লক্ষ্য নিয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি পরবর্তীতে এনসিপিতে রুপ নিলেও দলীয় সিদ্ধান্তের শঠতা ও দ্বিচারিতায় জনগণ ও নেতাকর্মীরা হতাশ হয়েছে। পার্টিতে রুপান্তরের পর প্রায় ৪০ হাজার তরুণ যুক্ত হলেও তাদের এম্পাওয়ার্ড করা হয়নি। বরং জামাতের প্রভাব ও জোট রাজনীতির কারণে সংগঠন তৃণমূলে বিস্তৃত হতে পারেনি।

তিনি অভিযোগ করেন, পার্বত্য বান্দরবানে পাহাড়ের সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত নন-এমন একজনকে জোটের প্রার্থী করায় স্থানীয় জনগণের আত্মসম্মানে আঘাত লেগেছে। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্রজীবন থেকে শুরু করে কোটা আন্দোলন, রাতের ভোটের প্রতিবাদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। নাগরিকভিত্তিক রাজনীতির প্রত্যাশা থেকে তিনি উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ ও ত্যাগ করেছিলেন।এরফানুল হক বলেন, বর্তমান সময়ে তারেক রহমানের রাজনৈতিক উদ্যোগ তরুণদের জন্য একটি ইতিবাচক ভরসা হতে পারে।

তিনি বান্দরবানবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বিভ্রান্ত না হয়ে স্থানীয় রাজনীতির ভূমিপুত্র সাচিং প্রু জেরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে বলে তিনি।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: