বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক রনজিত কুমার রায়ের বিদায় সংবর্ধনা

0
133

উচ্চপ্রু মারমা।।রাজস্থলী।।

রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক রনজিত কুমার রায়ের অবসরোত্তর ছুটি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মে) বেলা ১২ টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক রনজিত কুমার রায়ের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক সুনীত কুমার মুৎসুদ্দীর সঞ্চালনায় এবং অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আইয়ুব নুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়। এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তিবিদ্যা বিভাগের প্রভাষক অংচাথুই মারমা, রসায়ন বিভাগের প্রভাষক জায়তুন নুর বেগম, ব্যবস্থাপনা বিভাগের রুস্তম আলী, প্রভাষক বিজয় কুমার বড়ুয়াসহ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

এসময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরীজনিত কারণে প্রত্যেক শিক্ষকদেরই একটা সময় বিদায় নিতে হয়। এই বিদায় যেমন বেদনাদায়ক তেমনি আবার জীবনের একটি অংশ। বাঙ্গালহালিয়া সরকারি কলেজ প্রতিষ্ঠাকালীন সময় থেকে রনজিত কুমার রায় অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষক হিসেবে চাকরি করে আসছেন। কলেজের এমপিওভিক্তি থেকে সরকারিকরণ সব ক্ষেত্রেই রনজিত কুমার রায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে এসেছেন। এছাড়াও অন্যান্য শিক্ষকরা প্রভাষক রনজিত কুমার রায়ের সাথে তাদের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মের ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয় এবং কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করা হয়৷
অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী প্রভাষক রনজিত কুমার রায়কে ক্রেষ্ট প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here