বাঘাইছড়ি বিএনপির উদ্যােগে বর্ণাঢ্য র‍্যালী ও শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0
7

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখা এবং অঙ্গ সহযোগী সংগঠনের অংশগ্রহণে মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালী ও শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করে।

বাঘাইছড়ি বিএনপির কার্যালয় সম্মুখ হতে বর্ণাঢ্য র‍্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে দলের নেতাকর্মীরা। র‍্যালীতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্ব স্ব সংগঠনের ব্যানার সহ র‍্যালীতে অংশগ্রহণ করে।

পুস্পস্তবক অর্পণ শেষে শহিদ মিনারে সংক্ষিপ্ত সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী সহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার পর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে ১৯৭১ সালে আজকের দিনে অর্জিত হয় মহান বিজয়। স্বাধীনতার ৫৪ বছর পরেও বিএনপি স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারেনি একটা নিদৃষ্ট দলের জন্য, ৫ আগস্টের পর তারা পালিয়ে গেছে এবং দেশ এখন গনতান্ত্রিক ভাবে এগোচ্ছে, আগামী জাতীয় নির্বাচনে সকল ঐক্যমতের ভিত্তিতে বিএনপি সরকার গঠন করলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের আশ্বাস প্রদান করেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here