বাঘাইছড়ি চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সভাপতি  নিজাম উদ্দিন 

0
5

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে চৌমুহনী মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কমিটি গঠন হয়েছে সভাপতির দায়িত্বে নিজাম উদ্দিন বাবু ও সম্পাদকের দায়িত্বে নাহিদুল আলম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় হাজী মুন্সি মিয়া মার্কেটে সাধারণ সভায় সভাপতিত্ব করেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, সভায় পূর্ববর্তী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ সহ অর্ধশতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী মোঃ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মিলন ধর, এছাড়া বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা করেন ব্যবসায়ীরা, বিগত কমিটির আয় ব্যয় সংক্রান্ত বিষয় তুলে ধরেন কোষাধ্যক্ষ মোঃ আবুল বশর।

পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটির বিষয়েন মোঃ শাহজাহান চৌধুরী সভাপতি হিসেবে মোঃ নিজাম উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাহিদুল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ নুর কবির ও কোষাধ্যক্ষ হিসেবে মোঃ আবুল বশরের নাম প্রস্তাব করেন এবং উপস্থিত ব্যবসায়ীরা সম্মতি প্রকাশ করেন, আগামী কার্যকরী সভার আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান সভাপতি।

নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ নাহিদুল আলম তার বক্তব্যে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন, প্রবীন ও নবীনদের সমন্বয়ে চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটি পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের কল্যাণে নিজেকে এগিয়ে রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

সভাপতি নিজাম উদ্দিন বাবু পূর্বের ন্যায় ভবিষ্যতেও সকলের সহযোগিতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here