বাঘাইছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে গুলিতে ৮জনের হত্যার বিচার পায়নি ৬ বছরেও

0
18

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙামাটির বাঘাইছড়িতে ২০১৯ সালের ১৮ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন শেষে সাজেক থেকে ভোটের ফলাফল নিয়ে উপজেলা সদরে ফেরার পথে ৯ কিলোমিটার নামক স্থানে সন্ত্রাসীদের গুলিতে ৮ জন নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১১ টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে আহত ও নিহত পরিবার পূর্ণবাসন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় নিহতদের স্বরণে স্মৃতিস্তম্ভ এ শ্রদ্ধাঞ্জলি প্রদান ও বিশেষ দোয়া করা হয় পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রদান নির্বাচন কমিশনার,সচিব, জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি পেশ করেন নিহতের স্বজনরা।

ওই ভয়াবহ ঘটনায় ৮ জন নিহত ও ৩৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। আহতদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। ঘটনার পর সরকারের পক্ষ থেকে পরিবারের সদস্যদের পুর্নবাসন করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি আজও।

এসময় পাকুজ্যাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত আবু তাহের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম, এসময় আরো বক্তব্য রাখেন, বাঘাইহাট আনসার ভিডিপি পিসি আহত মোঃ কবির হোসেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি মোস্তফা কামাল,আহত মাহাবুল আলম সহ নির্বাচনী সহিংসতায় আহত ও নিহত পরিবারের সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here