বাঘাইছড়িতে সনাতন ধর্মাবলম্বীদের জগন্নাথ রথযাত্রা অনুষ্ঠিত

0
16

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ রথযাত্রা উৎসব বাঘাইছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২৭ জুন বিকেলে কাচালং সরকারি কলেজের সামনে থেকে রথযাত্রা শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। এতে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির সহ সনাতনধর্মালম্বী বিভিন্ন পর্যায়ের ভক্তবৃন্দগণ উপস্থিত ছিলেন।

এদিকে খেদেরমারা ইউনিয়নের দুরছরি বাজার এলাকায় শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়।এতে শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সভাপতি বিকাশ ধর এর সভাপতিত্বে শত শত ভক্তবৃন্দ উপস্থিত হয়।

এদিকে রথযাত্রা উপলক্ষে বাঘাইছড়ি থানা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান বাঘাইছড়ি দ থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here