
মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।।
রাঙামাটি বাঘাইছড়িতে শ্রমিকদলের ব্যানার নিয়ে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ৫ জন। দুই জনের অবস্থা অবনতি হওয়ার খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সোমবার ১৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯ ঘটিকার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ব্যানার ছিড়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ শুরু হয়। পরে তিন দফায় পৌর যুবদল সহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা।
আহতরা হলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমান উল্লাহ, উপজেলা শ্রমিকদলের দুই অনুমোদন কমিটির সিনিয়ন সহসভাপতি মোঃ মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি মোঃ ইব্রাহিম, উপজেলা শ্রমিকদলের দুই অনুমোদন কমিটির সভাপতি মোঃ ইউছুফ,মোঃনুরুল হক (ধনো)।
জানাযায়, রাঙামাটি জেলা হতে দুইটি শ্রমিকদলের কমিটি অনুমোদন দেওয়া হয়। একটি হলো জেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মমতাজ মিয়া কমিটি, অপটি হলো শহিদ চৌধুরী কমিটি, মমতাজ মিয়া স্বাক্ষরিত ২০২২ অনুমোদন হিসাবে আহ্বায়ক মোঃ আব্দুল সামাদ, সদস্য সচিব মোঃ নাছির, মোঃ শহিদ চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদন কমিটি আহ্বায়ক মোঃ ইউছুফ,সদস্য মোঃ ইলিয়াস।
অনেকের অভিযোগ এই কমিটি নিয়ে দুই গ্রুপে বিরজমান অন্দকোন্দলে জড়িয়ে পড়ে দীর্ঘদিন থেকে। রাঙামাটি জেলা বিএনপির কাছে বিষয়টি নিয়ে অবগত করা হলেও কোন সুরাহা পাওয়া যায়নি। ফলে উপজেলা শ্রমিকদলের কার্যক্রম ব্যহত হচ্ছে।
পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম বলেন রাঙামাটি জেলা বিএনপির সাথে আলোচনা করে পরবতিতে সাংগঠনিক ব্যাবস্হা নেওয়া হবে।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়, ব্যানার ছিড়াকে কেন্দ্র করে সংঘর্ষের শুরু হয়। এ ঘটনার ৫ জন আহত হয়েছে।