রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫
Homeরাঙামাটিবাঘাইছড়িবাঘাইছড়িতে মারিশ্যা জোন'র পক্ষ থেকে সহায়তা প্রদান

বাঘাইছড়িতে মারিশ্যা জোন’র পক্ষ থেকে সহায়তা প্রদান

‎মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর উদ্যোগে শিক্ষা, সহায়তা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

‎রবিবার (১৪ ডিসেম্বর) মারিশ্যা জোন (২৭ বিজিবি) উপজেলার হালিমপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে ৫ বান ঢেউটিন প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ভলিবল ও নেট বিতরণ করা হয়।

‎এছাড়াও উপজেলার দুইটি অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়। পাহাড়ি সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে উজোনী যুব শিল্পীগোষ্ঠীর নৃত্য পোশাক ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। একই সঙ্গে একজন অসুস্থ ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি)।

‎এসময় উপস্থিত ছিলেন মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন।

‎​বিতরণ শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ (পিএসসি) বলেন, দেশের অভ্যন্তরে সৃষ্ট অনাকাঙ্খিত পরিস্থিতির প্রেক্ষিতে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, বিশেষ টহল পরিচালনা ও বিশেষ চেকপোস্টের মাধ্যমে তল্লাশি অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়াও জোন কমান্ডার আরোও বলেন, নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় সম্প্রীতি ও উন্নয়নের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

সম্পর্কিত আর্টিকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: