বাঘাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিজু উৎসব পালিত

0
34

মোঃ মহিউদ্দিন।। বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়ির ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নে পাহাড়িদের বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের উৎসব চলছে। ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও কাচালং নদীতে ফুল ভাসানো উৎসবে ভিড় জমেছে হাজারো পাহাড়ি জনগোষ্ঠী।

শনিবার (১২ এপ্রিল) ভোর থেকে করেঙ্গাতলী এলাকায় কাচালং নদীতে ফুল দেওয়ার শেষে প্রার্থনা করে ফুল বিজু উৎসবের সূচনা করেন,পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বলি খেলার আয়োজন করা হয়।

উক্ত বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে ৩৫নং বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার,বিশেষ অতিথি বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, উপজাতি কাঠ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি ইন্দ্র বিকাশ চাকমা সহ বাঘাইছড়ির বিভিন্ন ক্লাব ও এলাকার থেকে আগত মানুষ অংশগ্রহণ করেন।

এসময় জ্ঞান জ্যোতি চাকমা বলেন, ‘মানুষ যেন ভালোটা মনে রাখে এবং খারাপটা ভুলে যান, সেই উদ্দেশ্যে নদীতে ফুল দিয়ে এই উৎসব পালন করি আমরা। ফুল বিজুর দিন যেমন নদীতে ফুল দেয়, তেমনি ফুলে ফুলে সাজানো হয় ঘর। ওই দিন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ফুল বিঝু উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও ফুল ভাসানো উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন বলেন, পাহাড়ি সম্প্রাদয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণ বিজু উৎসব।এ বিজু উৎসবে সকল পাহাড়ি সম্প্রাদয় সহ বাঘাইছড়ি বাসীকে জানাই শুভেচ্ছা। সুখ, শান্তি এবং সমৃদ্ধ জীবনের প্রত্যাশায় আসন্ন নববর্ষকে স্বাগত জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here