বাঘাইছড়িতে প্রথমবারের মতো আইডিয়াল বিল্ডিং ডিজাইন এন্ড কনসালটেন্সি’র উদ্বোধন 

0
69

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘আইডিয়াল বিল্ডিং ডিজাইন & কনসালটেন্সি’।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদে মাগরিব সন্ধ্যা ৭টায় চৌমুহনী নতুন কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও (সিইও) ইঞ্জিনিয়ার মোঃ সাজ্জাদ হোসেন বলেন, “বাঘাইছড়ির মানুষের জন্য এ ধরণের কনসালটেন্সি সেবা চালু করতে পেরে আমি সত্যিই আনন্দিত। আমরা সততা ও পেশাদারিত্বের মাধ্যমে কাজ করে এ অঞ্চলের মানুষের আস্থা অর্জন করতে চাই।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং প্রতিষ্ঠানের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here