বাঘাইছড়িতে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পে কৃষি প্রশিক্ষণ সম্পন্ন

0
5

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী কৃষি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণটি ১ জানুয়ারী শুরু হয়ে ২ জানুয়ারি শেষ হয়।

এতে বাঘাইছড়ি উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৬০ জন কৃষক/কৃষাণী প্রশিক্ষণ গ্রহণ করে ।

এসময় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান, রাঙামাটি জেলার কৃষি অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আপ্রু মারমা উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিদ্বার্থ রায়,উপজেলা উপ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোফায়েল আহমেদ।

প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রাপ্ত জ্ঞানের সঠিক ব্যবহার করে সাংসারিক কাজের ফাঁকে নিজেদের পতিত আঙ্গিনায় সবজির বাগান করে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার প্রতি আহ্বান জানান কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here