বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কমিটি গঠন 

0
13

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার আয়োজনে কাচালং সরকারি অডিটোরিয়াম রুমে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা শাখার সভাপতি মোঃ আবদুল কাইয়ুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোঃ আবু তাহের।

‎এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির।

‎উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুজ্জামান ডালিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমা আহমেদ মৌ, জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার সভাপতি মাওলানা আজিজুর রহমান।

‎এছাড়াও সম্মেলনে উপজেলা ও পৌর নাগরিক পরিষদের নেতৃবৃন্দ, কর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

‎সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা ও পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এখনো অধিকার থেকে বঞ্চিত রয়ে গেছে। আমরা আজকে বাংলাদেশের চাইতেও চরম একটি ক্রান্তিকাল পার করছি। আমরা স্বাধীনতার পর থেকে বৈষম্যের শিকার হচ্ছি। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান এসব জাতিগত বৈষম্যের অবসান করা প্রয়োজন। নেতৃবৃন্দরা সরকারকে আহ্বান জানিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের অধিকার নিশ্চিত করতে হবে, এই বৈষম্যের অবসান করতে হবে।

‎পরে উপজেলা ও পৌর শাখার উভয় ৫১ বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়, কমিটিতে উপজেলা সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল, সাধারণ সম্পাদক মোঃ আবছার হোসেন ও সাংগঠনিক সম্পাদক রাফছান হোসেন মাসুদ এবং পৌর কমিটির সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম মুরাদ কে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here