বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

0
12

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজান ১৪৪৬ হিজরি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও পথ সভা অনুষ্ঠিত।

শনিবার ( ১ মার্চ) সকাল সাড়ে ১০ ঘটিকায় ইসলামি ফাউন্ডেশন এর আয়োজনে উপজেলা মসজিদ মার্কেট থেকে র‍্যালীটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে পথসভায় মিলিত হয়।

এসময় বাঘাইছড়ি ইসলামি ফাউন্ডেশন এর উপজেলা মডেল কেয়ারটেকার মোঃ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির।

বিশেষ অতিথি উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি সোলাইমান খান, এতে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম মুসলিম ব্লক জামে মসজিদের খতিব মাওলানা কবির আহমেদ, সঞ্চালনায় ছিলেন চৌমুহনী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান।

এসময় মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য মুসলিম জনতাকে আহবান জানান, দ্রব্যমূল্যের দাম যেন ঊর্ধ্বগতি না হয় সেদিকে বর্তমান সরকারকে দৃষ্টি রাখার আহবান করেন একই সাথে খাবার হোটেল রেস্তুরা দিনের বেলায় বন্ধ রাখার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here