
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল।বানি বন্দী হয়ে পড়েছে ৩ হাজার পরিবার।
বাঘাইছড়ি পৌর এলাকার ৪ টি ওয়ার্ড ও লাইল্যাঘোনা, শুকনাছড়া, মারিশ্যা, বাঘাইছড়ি, বাঘাইহাট, সাজেকসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে। অনেক জায়গায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাড়ি-ঘরে ঢুকে পড়েছে পানি। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
এতে ফসলের জমি, মাছের ঘের, ছোট খাট ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
স্থানীয় ওমর ফারুক বলেন, ছোট খাটো বন্য হলেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড’ ও ইউনিয়ন ঢুবে যায়, এতে এলাকায় ব্যপক ক্ষয়ক্ষতি হয়।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী বলেন, হাজার হাজার মানুষ পানি বন্দি রয়েছে, সরকারি ভাবে এখনো কোন ত্রাণের ব্যবস্থা করা হয়নি, আমি জোর দাবী জানাচ্ছি অতি দ্রুত সহায়তার ব্যবস্থা করার জন্য।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, উপজেলায় ৫৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি বন্দি সকলকে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, সকলকে নিরাপদে থানার জন্য বলা হয়েছে।